প্রকাশ পেল আরিয়ান নয়ন ফিচারিং এম.এ সামাদের ‘তোমাকেই ভালোবাসবো’ শিরোনামের মিউজিক ভিডিও।
‘তোমাকেই ভালোবাসবো’ গানটি আরিয়ানের নয়নের লেখা, সুর ও সঙ্গীত আয়োজনে প্রকাশ হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমসি মিউজিক’র ব্যানারে।
সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়িত হয়ে গেল ‘তোমাকেই ভালোবাসবো’ গানের মিউজিক ভিডিওর শুটিং। গানটি সসম্পর্কে সঙ্গীত পরিচালক আরিয়ান নয়ন বলেন, গানটি ভক্তদের ভীষণ ভালো লাগবে বলে প্রত্যাশা করি। আর আমাদের এই পরিশ্রমের ফলাফল সবটুকুই শ্রোতাবক্তদের কাছে। তাই বাকিটা ভক্তদের কাছেই ছেড়ে দিলাম।
https://www.youtube.com/watch?v=uIZUDebykio&feature=youtu.be&fbclid=IwAR1y5i5n8gc_LHSocwJbFuWXZABcfCSr9gboJ40aFAqNNlFl9bji4FaLaG8