রোহান রাজ দেশের সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। অনেক গান মুক্তি পেয়েছে। শ্রেণিভিত্তিক শ্রোতাপ্রিয় গানও রয়েছে।
তবে প্রচারের আলোয় এবার তার কণ্ঠে রয়েছে ‘ভালোবাসি খুবই’ গানের মিউজিক ভিডিও তার সাথে কন্ঠ দিয়েছেন সূবর্না । গানটির কথা ও সুর দিয়েছেন শিল্পী রোহান রাজ। সঙ্গীত পরিচালনায় ছিলেন পলাশ ফারুকী। মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন নবীন এবং অন্জলী।
প্রেম-ভালবাসা বিষয়টা খুবই অদ্ভুত। প্রতিদিন যত গান তৈরি হয় তার অধিকাংশই প্রেম ভালবাসা নিয়ে। তবে সোনার তোরি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ভিন্যরকমের একটি চমক ‘ভালোবাসি খুবই’ রোমান্টিক গানের মিউজিক ভিডিও।
গানটি নিয়ে কতটা আশাবদি আপনি জানতে চাইলে রোহান রাজ জানান, আসলে শ্রোতাদের মনে পৌছাতে হলে ভিডিও নিয়ে বেশি ভাবতে হচ্ছে। এখন গান বাজারে শুধু অডিও দিয়ে কিছুই হচ্ছে না। আর তাই আমরাও ভিডিও প্রকাশ করেছি এবার বাকিটা দর্শক শ্রোতারে উপর নির্ভর করছে।
আজকের বাজার/আরআইএস