আসন্ন রোজার ঈদকে ঘিরে যে’কটা ছবি মুক্তির মিছিলে রয়েছে, তার মধ্যে অন্যতম ‘সুপার হিরো’। তরুণ নির্মাতা আশিকুর রহমান পরিচালিত এই ছবি নিয়ে দর্শকমহলে ব্যাপক আগ্রহ কাজ করছে।
মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করে দিয়েছে ‘সুপার হিরো’ টিম। এরই অংশ হিসেবে প্রকাশ হয়েছে ছবিটির টিজার।
চমকপ্রদ এই টিজার দেখে এরই মধ্যে প্রশংসা করছেন দর্শক ও সমালোচকরা। মাত্র ১২ ঘন্টায় এই টিজার উপভোগ করেছে ১ লাখের বেশি মানুষ। এছাড়া টিজারের লিংকে ৬ হাজারের বেশি লাইক ও ২ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে, যার অধিকাংশই ইতিবাচক।
সফল প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘সুপার হিরো’ একটি তারকাবহুল ছবি। এতে শাকিব, বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান ও টাইগার রবি প্রমুখ।
‘সুপার হিরো’র টিজার নিয়ে নির্মাতা আশিকুর রহমান বলেন, আমরা আমাদের সকল পরিশ্রম দিয়ে চেষ্টা করেছি দর্শকের জন্য সুন্দর উপভোগ্য একটি চলচ্চিত্র তৈরি করার। ‘সুপার হিরো’ আমাদের সেই স্বপ্নের নাম। ‘সুপার হিরো’র ফার্স্ট লুক টিজার আপনাদের জন্যই তৈরি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আজকের বাজার/আরআইএস