ঈদে মুক্তির জন্য অপেক্ষা করছে সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী’র ‘ক্যাপ্টেন খান’। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাটির পোস্টার ও টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এবার প্রকাশ্যে আসলো ‘ম্যাও ম্যাও’ শিরোনামের একটি গান। যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটিতে ভিন্নধর্মী লুকে দেখা গেছে শাকিব-বুবলীকে। শনিবার লাইভ টেকনলজির ইউটিইব চ্যানেলে গানটি প্রকাশ হয়।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমাতে শাকিব-বুবলি ছাড়াও আরও অভিনয় করেছেন- সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান, পায়েল মুখার্জি।
https://youtu.be/p1Lp30mlLcY
আজকের বাজার/এএল