ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ এক শোকবার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মেয়র বলেন, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যেমন রূপপুর পারমাণবিক প্রকল্পসহ সরকারের গুরুত্বপূর্ণ বহু প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেছেন তেমনি নিজ প্রতিভা ও অধ্যাবসায় গুণে দেশ সেরা শিল্প উদোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমি হারালাম এক আপনজন, দেশ হারালো অনন্য এক ব্যাক্তিত্বকে। দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি দেশপ্রেমিক মানুষদের হৃদয়ে কর্মপ্রেরণা হয়ে চির সমুজ্জ্বল থাকবেন।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান