ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ইমরান হাবীব রুমন। তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছাত্রলীগ কোন হামলা করলেই তা প্রতিহত করা হবে। তাদেও অত্যাচার আমরা প্রতিহত করবো।
ঘোষিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের বহিস্কারের দাবিতে আগামী ৩১ জানুয়ারি মিছিল। ১-১৫ ফেব্রুয়ারি দাবি পক্ষ পালন, এ সময় দাবির পক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হবে। ১৮ ফেব্রুয়ারি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো। ফেব্রুয়ারির শেষদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন হামলা ও অনিয়মের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ।
গত ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আন্দোলনে থাকা নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় ১৭ জানুয়ারি নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা ঢাবি প্রক্টরকে অবরুদ্ধ করে। পরে ওই দিনই বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে দাবি না মানায় পুনরায় আন্দোলন শুরু হয়।
গত ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। সেখানে পুনরায় হামলা চালায় ছাত্রলীগ। এসময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হামলা সংক্রান্ত বিভিন্ন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রগতিশীল ছাত্রজোট মধুন ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ জানুয়ারি ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।
সোমবার ২৯ জানুয়ারি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট পালন করছে জোটভুক্ত শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে মাস ব্যাপী কর্মসূচি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।
আজকের বাজার : আরএম/এলকে ২৯ জানুয়ারি ২০১৮