রাইট শেয়ার ইস্যু ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট ইস্যু করবে। রাইট শেয়ারের ইস্যু মূল্য ৫টা প্রিমিয়ামসহ ১৫ টাকা ধরা হয়েছে।
এদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়াতে চায়। এ জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৫ আগস্ট কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ওইদিন সকাল ১১টায় কেআইবিসি অডিটোরিয়াম কৃষিবিদ ইনস্টিটিউশনে, কৃষি খামার সড়ক ফার্মগেটে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ জুলাই কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর পরবর্তী রেকর্ড তারিখ জানানো হবে।
উল্লেখ্য, কর্পোরেট ডিক্লারেশনের জন্য প্রতিষ্ঠানটির শেয়ারে আজ কোন প্রাইজ লিমিট থাকছে না।