পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটি প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫০ কোটি ৯৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ৪৬ কোটি ৭৯ লাখ টাকা।
গত নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর,১৮) প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি ৬১ লাখ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির জীবন বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৯ কোটি ৭২ লাখ ১৩ হাজার টাকা।