পুঁজিবাজারে বীমা খাতের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কেম্পানি লিমিটেড তিন বছরের (২০১৬, ২০১৭ ও ২০১৮) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ ও ২০১৭ সালের জন্য কোন লভাংশ না দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য ১২ শতাংশ স্টক লভাংশ দেওয়ার সুপারিশ করেছে।
লভাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ঢাকা লেডিস ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২০২০ সালের ৮ জানুয়ারী নির্ধারণ করা হয়েছে।