প্রজ্ঞাপনের দাবিতে ইবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণাকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সোমবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে করে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অনুষদসমূহ প্রদক্ষিণ করে মিছিলটি মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয় তারা।

এসময় তারা  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে।

‘আর নয় বিজ্ঞাপন, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘কোটায় কোটায় সয়লাভ, মেধাবীদের কি লাভ’, ‘এত কোটা অবিচার দূর্নীতির হাতিয়ার’ সহ বিভিন্ন শ্লোগানও দেয় তারা।

তারপর তারা আবার মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটের সামনে অবস্থান নেয়। পরে পুলিশের বাধাকে উপেক্ষা করে মেইন গেট পেরিয়ে তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে মানববন্ধনে করে।

গত ১৭ ফেব্রুয়ারি কোটা সংস্কারের দাবিতে শাহবাগে মানববন্ধন করেন চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। পরে ২৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

এরপর গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। এরপর এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল রবিবার সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ।

আরএম/রাসেল/