পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রীয় কোনো কাজে আসেন নি তাই সফরটা ব্যক্তিগত। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার সাথে করেছে সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সাকিব ধন্যবাদ জানান সাবেক হওয়া এই রাষ্ট্রপতিকে। অতিথিকে ত স্বরণীয় কিছু একটা দিতেই হয়। ভুল করেননি বাংলাদেশের পোস্টারবয়। লাল সবুজ একটি জার্সি তুলে দিলেন প্রণব মুখার্জির হাতে।
এসবকিছু ফেসবুকের নিজের অফিসিয়াল পেজে পোস্ট দেয়া মাধ্যমে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘বাংলাদেশ ও বাঙ্গালীর অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি “প্রণব মুখার্জি” বাংলাদেশ সফরকালীন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লালসবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরনা হয়ে থাকবেন। ধন্যবাদ’
বর্তমানে ত্রিদেশীয় সিরিজে মগ্ন আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে বেশ ভালো খেলে দলকে জিতিয়েছেন। হয়েছেন ম্যান অফ দি ম্যাচও।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের পারফরমেন্স প্রত্যাশিত। আমরা আশা করেছিলাম ওরা আরও ভালো ব্যাটিং করবে। এর কৃতিত্ব আমাদের বোলারদের দিতে হবে, যেভাবে আমরা বোলিং করেছি। মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে, মাশরাফি ভাই অনেক ভালো বোলিং করেছেন। রুবেল সবসময়ই ভালো বল করছে। ও এমন একটা সময়ে এসে বল করে যখন ব্যাটসম্যান সেট হয়ে আছে অথবা রান পাচ্ছে। ওর জন্য তাই ভালো করা কঠিন। ওভারঅল সবার বোলিংই আজকে ভালো ছিল। এমনকি নাসিরও যে চার ওভার বল করেছে, সেও অনেক ভালো বল করেছে।’
সাকিবের বলে দুর্দান্ত ফিল্ডিং করে প্রশংসা কুঁড়িয়েছেন মুশফিক। ম্যাচ শেষে সাকিবও মুশফিককে ভাসালেন প্রশংসার সাগরে, ‘আমি লাকি ছিলাম, আর মুশফিকও বলটা ভালো গ্রিপ করেছে। কারণ ডাউন দ্যা লেগ গ্রিপ করা যেকোনো কিপারের জন্যই অনেক ডিফিকাল্ট হয়। সেদিক থেকে আজকে তার দিনটাও খুব ভালো ছিল। বেশ কিছু ক্যাচও ধরেছে।’
সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের দ্রুত উইকেট নেওয়া প্রয়োজন ছিল। সেটা প্রথম ওভার হোক কিংবা দ্বিতীয় ওভার হোক। যেহেতু নতুন বলটাতে উইকেট নেওয়া আমাদের খুবই জরুরী ছিল। এসব উইকেটে যদি ব্যাটসম্যান সেট হয়ে যায় আর শেষদিকে উইকেট হাতে থাকে তাহলে আসলে শেষদিকে অনেক রান করা সম্ভব। এ কারণেই আমাদের প্ল্যান ছিল যত দ্রুতই হোক আমরা যেন দু’টা বা তিনটা উইকেট নিতে পারি। সেদিক থেকে আমরা অনেক সাকসেসফুল ছিলাম মনে করি।’
আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮