ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৫ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। রোববার ১৪ জানুয়ারি বিকেলে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
মঙ্গলবার ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। সেখানে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে ভারতের সাবেক এই রাষ্ট্রপতিকে। এছাড়া মঙ্গলবার চট্টগ্রামে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা আছে তার।
এর আগে, সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন প্রণব মুখার্জি।ওইদিন দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তিনি।
পরবর্তীতে বাংলা একাডেমিতে আয়োজিত ৩ দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রণব মুখার্জি। আগামী ১৮ই জানুয়ারি দিল্লীর উদ্দেশ্য ঢাকা ছাড়বেন তিনি।
আজকের বাজার:এলকে/ ১৪ জানুয়ারি ২০১৮