প্রণোদনা বরাদ্দ ও মার্কেট খোলার দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

সরকার ঘোষিত প্রণোদনা থেকে চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় ২২ এপ্রিল থেকে মার্কেট খোলার দাবি জানান তারা।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম শাখার নেতারা এ দাবি জানান।
ব্যবসায়ী নেতারা বলেন, মহামারির সময়ে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করতে না পারলেও ট্রেড লাইসেন্স ও ভ্যাটসহ যাবতীয় ফি পরিশোধ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন ব্যবসায়ীরা। লকডাউনের কারণে এ বছরও ব্যবসা পরিচালনা করতে না পারলে, ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসবে।
তারা আরও বলেন, মার্চ, এপ্রিল, মে মাসের বেতন ও ঈদের বোনাস দিতে হবে। এছাড়া দোকান, গোডাউন ভাড়া, ইলেক্ট্রিসিটি বিলসহ নানা খরচ রয়েছে। যদি ব্যবসা পরিচালনা করা না যায়, তাহলে এ খরচ তারা কিভাবে চালাবে, পরিবার নিয়ে কিভাবে চলবে ?
চট্টগ্রামের প্রায় ৩ লক্ষাধিক ক্ষুদ্র-মাঝারি দোকানের সাথে জড়িত রয়েছে ২০ লাখের অধিক শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সোলেমান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ সাহাবউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।