প্রতিকূল আবহাওয়া ও পিলারের কাছে পলি জমার কারণে পদ্মাসেতুর চতুর্দশ স্প্যান বসছে না আজ। তবে স্প্যানবহনকারী ক্রেনটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়েছে। স্প্যানটি ১৫-১৬ পিলারের কাছে রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে স্প্যানটি ভাসমান ক্রেনে রওনা করে। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের আর তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে যাবে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেন।
পদ্মাসেতুর প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে স্প্যানটি রওনা দেয়নি। এছাড়া ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমেছে। যার কারণে ড্রেজিং করে পলি অপসারণের কাজও চলছে। ভাসমান ক্রেনটি পলি থাকার কারণে নোঙর করতে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই পলি অপসারণ করার পর শুক্রবার সকাল থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হবে। তবে স্প্যানটি রওনা দিয়েছে রাখা হবে নির্ধারিত পিলারের কাছে।
আজকের বাজার/এমএইচ