বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
তিনি বলেন, ‘ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকা উচিত।’
আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ এই আমার আহ্বান।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান