প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হতে আহবান প্রাথমিক ও গণশিক্ষা সচিবের

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন। তিনি আজ ঢাকা পিটিআই মিলনায়তনে ”মীনা দিবসের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
তিনি বলেন, মীনা সকল প্রতিকূলতা, অজ্ঞতা, অন্ধতা, বৈষম্য, বিভেদের বিরুদ্ধে সজাগ ও সচেতন হয়ে  সাহসের সাথে  সব বাধা মোকাবেলা করে শিক্ষার পথে এগিয়ে যায়, তেমনি প্রতিটি শিশুকে মীনার মতো আত্মপ্রত্যয়ী হয়ে শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে হবে।

সচিব আরো বলেন,  শিক্ষাই মুক্তি। প্রতিটি শিশুকে মীনার চোখে স্বপ্ন দেখতে এবং তার মতো স্বপ্নকে সফল করার জন্য সংকল্পবদ্ধ  হতে হবে।
তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত মানবিক মূল্যবোধসম্পন্ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট।

মিনা দিবস উদযাপন উপলক্ষে মেলা, শিশুতোষ মঞ্চ নাটিকা, যাদু প্রদর্শনী, পাপেট শো ও মাপেট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালন করা হয়। কিন্তু এ বছর ঐ দিন রোববার হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত না করতে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। (বাসস)