পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়েই কৃতি খেলোয়াড় বেরিয়ে আসবে।
তিনি বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে। নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়েই কৃতি খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনাদের খেলা দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন।’
আজ শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে ডিএমপি এবং সিলেট রেঞ্জের মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ডিএমপি দল ২-১ গোলে সিলেট রেঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ ফুটবল পরিষদের সভাপতি ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহাম্মদ মারুফ হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করেন।
আজকের বাজার/লুৎফর রহমান