সরকারি খাল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার করচা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। নিহত মামুন মিয়া(৩২)ওই গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আব্দুল কাইয়ূম(৪৫)আহত হন।
নিহতের পরিবারের বরাতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. সেলিম মিয়া, রবিবার রাতে নিকটবর্তী ইমামবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মামুন মিয়া ও তার ভাইয়ের ওপর হামলা চালালে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত কাইয়ূমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান