প্রতিপক্ষ রাশিয়া,অস্ত্র ভাণ্ডারে বৈচিত্র আনবে যুক্তরাষ্ট্র

রাশিয়াকে মোকাবেলা করতে নিজেদের পারমানবিক অস্ত্রভাণ্ডারে বৈচিত্র আনার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

নতুন ছোট আনবিক বোমা সমৃদ্ধকরণ কর্মসূচি মস্কোর হুমকি মোকাবেলায় কার্যকর হতে পারে বলেও প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।নিউক্লিয়ার পোশ্চার রিভিউ (এনপিআর) শীর্ষক পেন্টাগনের এই পর্যালোচনায় উত্তর কোরিয়া, চীন ও ইরান নিয়ে হোয়াইট হাউসের উদ্বেগের বিষয়েও আলোচনা করা হয়েছে বলে খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রগুলো এত বড় ও ভারী যে  সহজে সেগুলো ব্যবহৃত হবে না, রাশিয়ার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন সেনাবাহিনী উদ্বিগ্ন বলে এনপিআরে বলা হয়েছে। অপেক্ষাকৃত ছোট, কম ওজনের পারমাণবিক বোমা মস্কোর ওই ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

২০১০ সালের পর মার্কিন সেনাবাহিনী এবারই প্রথম ভবিষ্যতের পারমাণবিক হুমকি নিয়ে তাদের পর্যালোচনা হাজির করল। যদিও তাদের প্রস্তাবে নতুন করে পারমাণবিক অস্ত্র না বাড়িয়ে তৈরি ওয়ারহেডগুলোকেই পুনঃব্যবহারের উপযোগী করতে বলা হয়েছে।

বিবিসি বলছে, ২০ কিলোটনের কম ওজনের আনবিক বোমাগুলোও বড়গুলোর চেয়ে তুলনামূলক দুর্বল হলেও কম ধ্বংসাত্মক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে জাপানের নাগাসাকিতে একই বিস্ফোরক শক্তিসম্পন্ন বোমায় ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছিল।

ছোট এ ধরণের আনবিক বোমা সমৃদ্ধকরণ কর্মসূচি অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে নয়, প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে রাশিয়ার চোখ রাঙানি এড়াতেই নেয়া উচিত বলে দাবি পেন্টাগনের।

আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮