বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বীকৃতি দেয়া উচিৎ, যাতে তারা সমাজে যথাযথ মর্যাদা পায়। তিনি বলেন,‘এখন অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে। এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাদের চাকরির বাজারেও লড়াই করতে হয়। এখন তাদের স্বীকৃতি দেয়া উচিৎ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শনিবার বিশ্ববিদ্যালয়ের ৬৯তম ব্যাচ আয়োজিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. আকবর আলী বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনেক প্রতিন্ধকতার মুখোমুখি হতে হয়। তাদের যদি যথাযথভাবে স্বীকৃতি দেয়া হয় তাহলে তারা পাবলিক ও প্রাইভেট চাকরিতে ভালো করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি আবু নূর মুহাম্মাদ বাহালুল হক জানান, তারা গত ১৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে যাচ্ছেন।‘আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে (প্রতিবন্ধী শিক্ষার্থীদের) আর্থিকভাবে সহায়তা করছি, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে,’যোগ করেন তিনি।
এ বছর ২৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘ভবিষ্যতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত রাখতে চাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯তম ব্যাচের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি সুরাইয়া আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আরা ডলি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ জামিল ইব্রাহিম, ব্যাচের সাবেক সম্পাদক ইকবাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মেজর (অব.) আব্দুস সাত্তার খান প্রমূখ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান