আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (৭ জুন) বাজেট বক্তব্যে একথা জানান অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৫০০ টাকা হতে ৭০০ টাকায়, মাধ্যমিক স্তরে ৬০০ টাকা হতে ৭৫০ টাকায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৭০০ টাকা হতে ৮৫০ টাকায় বৃদ্ধি এবং ভাতাভোগীর সংখ্যা ৮০ হাজার হতে ৯০ হাজার জনে বৃদ্ধি হচ্ছে।
আরজেড/