প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির চিকিৎসা ও অভিযুক্ত ধর্ষক কাজলের বিচার চেয়ে হাসপাতাল ও পুলিশের কাছে সহযোগিতা পাননি বলে অভিযোগ স্বজনদের।

এলাকাবাসী ও শিশুটির স্বজনরা জানান, রোববার সকালে বৃষ্টির মধ্যে পুকুর পাড়ে আম কুড়াতে যায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বেতবাড়িয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী ওই শিশুটি। এ সময় একই এলাকার মাছ ব্যবসায়ী কাজল মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে কৌশলে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে চিকিৎসা না দিয়ে থানায় পাঠায়, সেখানে গিয়েও আইনী সহায়তা পাননি বলে অভিযোগ করেন স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, থানায় মামলা করে শিশুটির চিকিৎসা নিতে আসার কথা বলা হলেও স্বজনরা আসেননি।

পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, তারা কোন লিখিত অভিযোগ দেন নাই বলে আমরা তদন্তে নামতে পারছি না।

ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক কাজল মিয়া পলাতক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আজকের বাজার/একেএ/