মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রতিবাদী ছাত্র ছাত্রীদের সমর্থন জানান দীপিকা। সবরমতী টি-পয়েন্টে অবস্থানরত প্রতিবাদী ছাত্র সংসদের সদস্যদের সঙ্গে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।
জেএনইউ-এ মুখোশধারী দুষ্কৃতীদের হাতে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জেএনইউ ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রতিবাদী ছাত্রছাত্রীদের সমর্থন জানান।
এর আগে রবিবার এনডিটিভি-কে দেওয়া সাক্ষাত্কারে জেএনইউ ক্যাম্পাসে দুষ্কৃতী তাণ্ডব সম্পর্কে তিনি জানান, ‘আমার গর্ব হচ্ছে দেখে যে, নিজেদের বহিঃপ্রকাশ করতে আমরা ভয় পাচ্ছি না। দেশ ও তার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি। দৃষ্টিভঙ্গি যা-ই হোক, এই উদ্যোগ দেখে ভালো লাগছে।’
নিজের নতুন ছবি ‘ছপক’-এর প্রচারের জন্য গত দুই দিন ধরে দিল্লিতে আছেন দীপিকা। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেও তিনি এ দিন প্রতিবাদী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন স্বতঃস্ফূর্ত ভাবে।
আজকের বাজার/লুৎফর রহমান