প্রতিবেশী দেশগুলোর সাথে রেল যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
রোববার রাজধানীর রেলওয়ে ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি আরও জানান, এছাড়া সরকার অভ্যন্তরীণ রেলপথও বাড়াবে।
রেলমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সাথে রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা আছে। তাহলে রেল পথের মাধ্যমে চীনের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করা যাবে। এমনকি ট্রান্স এশিয়ান রুটের মাধ্যমে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার সাথেও যুক্ত হবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের ১০টি মেগা প্রকল্পের মধ্যে দু’টি প্রকল্প–পদ্মা রেল লাইন ও দোহাজারি-কক্সবাজার-গুমধুম রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।
নুরুল ইসলাম আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে হাই-স্পিড ট্রেন সার্ভিসের সম্ভাব্যতা নিয়ে গবেষণা চলছে।
তিনি বলেন, ‘রেল সেক্টরটিকে লাভজনক হিসেবে তৈরি করতে পণ্যবহনে অগ্রাধিকার দেয়া হবে।’
মন্ত্রী বলেন, রেলের সংখ্যা বাড়াতে নতুন ২৪০টি কোচ যোগ করা হবে।
‘টিকিট কালোবাজারি বন্ধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’ উল্লেখ করে তিনি বলেন, রেল খাতকে আরও সেবামূলক করা হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ