সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে তালা উপজেলার আবদুল ওহাবের ‘পাগলা ঘোড়া’।
আজ রোববার সকালে উপজেলার গদাইপুরে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করে খাজরা ইউনিয়ন পরিষদ। প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকার ১০টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রায় এক কিলোমিটার মাঠ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাতক্ষীরার পাটকেলঘাটা গ্রামের হাজী আবদুল ওহবের ‘পাগলা ঘোড়া’। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যশোরের পরিতোষের ‘বঙ্গবীর ঘোড়া’, খুলনার কয়রা উপজেলার ইব্রাহিম গাজীর হারানো ‘মানিক ঘোড়া’।
বিজয়ী ঘোড়ার মালিককে যথাক্রমে সাত হাজার,পাঁচ হাজার ও চার হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ও খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম শাহানেওয়াজ ডালিম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, ইউপি সদস্য হোসেন আলী, অনুপ সানা প্রমুখ।
ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
আজকেরবাজার/আইএম/এস/