রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, প্রতিরক্ষা খাতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের নৌবাহিনী আগের চেয়ে এখন অনেক বেশি সক্ষম।
সোমবার বিকালে বঙ্গভবনে সদ্য বিদায়ী নৌবাহিনী প্রধান মোহাম্মাদ নিজামুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতে রাষ্ট্রপতি এ কথা বলেন। সাক্ষাৎকালে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা দেয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কার্যক্রমের জন্য নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির প্রশংসাও করেন, যোগ করেন প্রেস সচিব।
নৌবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদও নৌবাহিনীর সার্বিক কার্যক্রম ও কাজকর্মে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নৌবাহিনীকে ত্রিমাতৃক বাহিনীতে পরিণত করার ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখার জন্য রাষ্ট্রপতি বিদায়ী নৌবাহিনী প্রধানের প্রশংসাও করেছেন।
সামনের দিনগুলোতেও নৌবাহিনীর উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ