প্রতিরক্ষা খাতে ২ হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ৭৫৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিস, অন্যান্য সার্ভিস এবং স্বশস্ত্র বাহিনী বিভাগের ব্যয় ধরা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় উন্নয়ন বাজেটের সঙ্গে নতুন এ এডিপিও উপন্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে এই টাকা বাজেট ধরা হয়েছে।
এর আগে ২০১৬-১৭ অর্থ বছরে বাজেট ছিল ২২ হাজার ১৩০ কোটি টাকা। যেখানে সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ২১২ কোটি টাকা।
এছাড়াও ২০১৫-১৬ অর্থ বছরে এ খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ২০ হাজার ৩১৩ কোটি টাকা।
আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭