চলতি অর্থবছরের তুলনায় ৩ হাজার ৩২৬ কোটি টাকা বাড়িয়ে দেশের প্রতিরক্ষা খাতে মোট ২৯ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের জন্য তিনি এ প্রস্তাব করেন।
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৪০ কোটি টাকা। আর সংশোধিত বাজেট ধরা হয়েছিল ২৬ হাজার ৪০০ কোটি টাকা।
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সশস্ত্র বাহিনী বিভাগের অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সশস্ত্র বাহিনী বিভাগের অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৩০ কোটি টাকা। এর পরিবর্তে সংশোধিত বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৩০ কোটি টাকা।
রাসেল/