বিশেষ কোনও দিবসে ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার একটি রীতিতে পরিণত হয়েছে। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিষ্ঠা দিবসে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির উপর ঘনিষ্ঠ নজর রাখা অব্যাহত রেখেছে বলে জাপানের বার্তা সংস্থা এনএইচকে ওয়ার্ল্ড সূত্রে জানা গেছে।
গত ৯ সেপ্টেম্বর শনিবার উত্তর কোরিয়া দেশটি প্রতিষ্ঠার ৬৯তম বার্ষিকী পালন করেছে। অসংখ্য নাগরিক এবং সৈন্য এদিন দেশটির রাজধানী পিয়াং ইয়াং এর মানসুদে গ্র্যান্ড মনুমেন্ট চত্বর সফর করেন। সেখানে দেশটির প্রয়াত দুই নেতা কিম ইল সুং এবং কিম জং ইলের দু’টি বিশাল ভাস্কর্য রয়েছে।
ক্ষমতাসীন কোরীয় ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র নোদং শিনমুন এর শনিবারের সংখ্যায় দেশটিকে আণবিক ও হাইড্রোজেন বোমার পাশাপাশি আন্ত:মহাদেশীয় ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র থাকা একটি “অপরাজেয় পরমাণু শক্তি” বলে প্রশংসা করা হয়।
গত বছর প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই উত্তর কোরিয়া নিজেদের পঞ্চম পরমাণু পরীক্ষা চালায়। তবে এ বছর জাতীয় প্রতিষ্ঠা দিবস পালনের পর এখনও পর্যন্ত কোন পরমাণু পরীক্ষা বা ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কোন ঘটনা সনাক্ত করা যায়নি।
গত মাসে উত্তর কোরিয়া ‘হোয়াসং-১২’ নামক একটি মধ্যম পাল্লার ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা দেশটির নৌ-দিবসের একদিন আগে অর্থাৎ ২৯শে আগস্ট জাপান ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে যায়।
এর আগে গত ২৮ শে জুলাই কোরীয় যুদ্ধ শেষে সম্পাদিত সাময়িক যুদ্ধ-বিরোধী চুক্তির বার্ষিকীর একদিন পর ‘হোয়াসং-১৪’ নামক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। সেটিকে একটি আন্ত:মহাদেশীয় ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে দেশটি।
আজকের বাজার : এমএম / ১১ সেপ্টেম্বর ২০১৭