ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) আবারও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে ইউনিট প্রতি ২০ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বিইআরসির কারিগরি কমিটি প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য ৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে।
২ অক্টোবর সোমবার রাজধানীর টিসিবি মিলনায়তনে বিইআরসি আয়োজিত বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ বিষয়ক গণশুনানিতে এসব সুপারিশ করা হয়।
গণশুনানিতে ডেসকো বলেছে, বর্তমানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় বিক্রয়মূল্য ৭ টাকা ২০ পয়সা। তবে এ বিদ্যুতের গড় ক্রয় মূল্য ৭ টাকা ৭২ পয়সা। ফলে ইউনিটপ্রতি ঘাটতি ৫২ পয়সা।
আবাসিক গ্রাহকদের মধ্যে যারা ৪০০ ইউনিটের বেশি ব্যবহার করেন, কেবল তাদের কাছ থেকেই কিছু মুনাফা পায় ডেসকো। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রেও তারা কিছুটা মুনাফা পায়। আবাসিকে চারশ ইউনিটের কম ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে তাদেরকে লোকসান দিতে হয়। আর বাকি সব গ্রাহকের ক্ষেত্রে ডেসকোর ট্যারিফ ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
কিন্তু কারিগরি কমিটির পর্যালোচনায় বলা হয়, সরকার নতুন পে-স্কেল ঘোষণার ফলে ডেসকোর ব্যয় বেড়েছে ইউনিটপ্রতি ৮ পয়সা, যা ১ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি করলেই যথেষ্ট। তবে বিদ্যমান পাইকারি মূল্য বাড়ানো হলে খুচরা পর্যায়ে তা আরও বাড়ানোর প্রয়োজন পড়বে।
শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, বিভিন্ন অব্যবস্থাপনা ও নীতিগত ভুল সিদ্ধান্তের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে। এর দায়ভার গ্রাহকদের ওপর চাপানো সঠিক হবে না। প্রয়োজনে ঘাটতি অন্য উপায়ে মেটানোর উদ্যোগ নিতে হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭