প্রিয়া প্রকাশ ভরিয়ার। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন কেরালার এই কন্যা। পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’ এর তকমাও। আর তাই এবার থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতি পোস্টের জন্য বড় দর হাঁকাচ্ছেন প্রিয়া।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রিয়ার ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা মার্ক জুকারবার্গ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আন্তর্জাতিক মডেল কায়লি জেনারের ফলোয়ারের থেকেও বেশি। সোশ্যাল মিডিয়ায় প্রতি পোস্টের জন্য তাই ৮ লাখ টাকা চার্জ করছেন প্রিয়া!
প্রতিবেদনে বলা হয়, রাতারাতি প্রিয়ার খ্যাতির জন্য বহু ব্র্যান্ড তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আর হঠাৎ করে সেলেব হয়ে ওঠা প্রিয়াও সেই সুযোগের সদ্বব্যবহার করছেন।আর প্রিয়ার ক্যারিয়ার গ্রাফ যদি এমনই চলতে থাকে, তাহলে ভবিষ্যতে যে তিনি সুপারস্টার হবেন তা বলাই বাহুল্য।
আজকেরবাজার/এসকে