প্রতি মাসে বিরাট-আনুশকার বাড়ি ভাড়া ১৫ লাখ

ইতালির তাসকানিতে গিয়ে সেরেছেন বিয়ে। মধুচন্দ্রিমা সেরেছেন কোনো এক বরফঘেরা অজ্ঞাত জায়গায়। এরপর দেশে ফিরে প্রথমে দিল্লি এবং মুম্বাইতে হয়েছে তাদের বিলাসবহুল রিসেপশন। বিরাট-আনুশকার সেই হাই প্রোফাইল রিসেপশনে কে না হাজির ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সচিন টেন্ডুলকার কিংবা শাহরুখ খান। বিরুষ্কার রিসেপশন যেন ছিল একেবারে তারকাখচিত। এবার সেই বিরুষ্কা মুম্বাইতে নতুন ঘরে থাকার পরিকল্পনা করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ওরলিতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন বিরাট-আনুশকা। তার ভাড়া কত জানেন? শোনা যাচ্ছে, বিরাট-আনুশকার সেই বাড়ির জন্য প্রতি মাসে ১৫ লাখ করে গুনতে হবে।

সম্প্রতি ওরলির ওই বাড়ির একটি ছবি নিজের সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন বিরাট কোহলি। যেখানে আরব সাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিরাটকে। যা দেখে অনেকেই বিরুষ্কার নতুন বাড়ি বলে মনে করতে শুরু করেন। কিন্তু, সেই ভুলটা ভেঙে দেন বিরাট নিজেই।

জানা যায়, ওরলির ওমকার প্রজেক্টে ৩৫ তলায় যে বিলাসবহুল ঘর কিনছেন বিরাটরা, তা এখনো সম্পূর্ণ হয়নি। সেই কারণে আপাতত ওরলির এই ভাড়া বাড়িতেই থাকবেন তারা। আর সেই বাড়ির ভাড়া প্রতি মাসে ১৫ লক্ষ করেই গুনতে হবে ভারতের অন্যতম ‘পাওয়ার কাপল’-কে।

আজকেরবাজার/এএস