প্রতি ১৪ দিনে হারাচ্ছে একটি ভাষা

ছবি : ইন্টারনেট
প্রতি দুই সপ্তাহে বিশ্ব থেকে গড়ে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা – ইউনেস্কো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে সংস্থাটির মহাপরিচালক অড্রে অ্যাজুলাই।

বার্তায় বলা হয়েছে দুনিয়াজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহু ভাষার সহাবস্থান ও চর্চা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও শান্তির অন্যতম মূল ভিত্তি। কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে ভাষা, আর সেই সঙ্গে হারাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। তাই বিলুপ্তির হাত থেকে এই ভাষাগুলোকে রক্ষা করার আহ্বান জানিয়েছে ইউনেস্কো।

এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘ভাষার ভিত্তিতে বৈষম্য নয়’। বাঙালির ভাষার অধিকার আদায়ের দিন একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

দিনটির গুরুত্ব তুলে ধরে সদস্য সব রাষ্ট্রকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ইউনেস্কোর মহাপরিচালক অ্যাজুলেই।

আরএম/