সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিতাদেশের সময় বাড়িয়ে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা এমনটি প্রত্যাশা করিনি, ভাবিওনি। এটি অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ আদালত গ্রহণ করবেন, এ ঘটনা নজিরবিহীন। আমরা আইনি লড়াই ও রাজপথে লড়াই চালিয়ে যাব।
তিনি বলেন, সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছে এখন আইনি লড়াই ছাড়া বিকল্প নেই। আরেকটি হচ্ছে রাজপথের আন্দোলন। সেটি তো সুপ্রিম কোর্টে করতে পারব না। তবে আমরা যারা আইনজীবী আছি তারা সর্বোচ্চ চেষ্টা করবো তার কারামুক্তি করাতে।
অপরদিকে বিএনপি নেত্রীর আরেক আইনজীবী জয়নুল আবেদীনও আপিল বিভাগের দেয়া আদেশকে নজিরবিহীন বলে দাবি করেছেন। বলেন, আদালত জামিন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেননি। এটি নজিরবিহীন আদেশ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামি ৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেছেন আদালত।
আদেশের পর দুদকের আইনজীবী খোরশেদ আলম খান জানান, ৭ মের মধ্যেই মামলাটি সারসংক্ষেপ আদালতে জমা দেবেন তারা। এর পর ৮ মে এই পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ মামলার শুনানি হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর পর থেকেই খালেদা জিয়া নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
আজকেরবাজার/এস