পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে প্রত্যেক কার্যদিবসে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৬২১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রত্যেক কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, শেরে বাংলা নগর, আগারগাঁও, বিএসইসির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক বিনিয়োগকারীরা অনলাইনে বা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রতি কার্যক্রমে ৪০ জন বিনিয়োগকারী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭