প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে সাব্বির

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাব্বির রহমান। চ্যাম্পিয়নস ট্রফিটা একদমই ভালো না গেলেও টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে একটা সুখবর পেলেন সাব্বির রহমান।
প্রথমবারের মতো আইসিসির কোনো র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এলেন এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাব্বিরের অবস্থান এখন দশে।

গত জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির। কিন্তু তখনো সেরা দশে ঢোকা হয়নি। সেই ৬৫০ রেটিং পয়েন্ট এখন কমে হয়েছে ৬২৭। তবে বাকিদের আরও অবনমন তাকে সেরা দশে তুলে আনল।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সাকিব ২০১২ সালে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠেছিলেন। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে অবশ্য দুজন বাংলাদেশি আছেন। ছয়ে আছেন মোস্তাফিজুর রহমান, নয়ে সাকিব।

সাকিব তিন ধরনের ক্রিকেটে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসির সেরা দশে বাংলাদেশের আর একজন প্রতিনিধি আছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের ছয়ে আছেন মাহমুদউল্লাহ।

আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুন ২০১৭