প্রথমবারের মতো ইউটিউবের আয় জানাল গুগল

সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ৪র্থ প্রান্তিকের আয় সম্পর্কে জানিয়েছে গুগল। এবারই প্রথম ইউটিউবের মুনাফা সম্পর্কে গুগল জানিয়েছে। বিজ্ঞাপন বাবদ বিগত ৩ মাসে ইউটিউবের আয় হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার।

ইউটিউব প্রায় ১৫ বছর ধরে গুগলের মালিকানায় রয়েছে। গুগল বলছে, ইউটিউব গত বছর মোট ১ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে। এ দিকে ইউটিউবের কাছ থেকে গুগলের মোট বার্ষিক লাভের প্রায় ১০ শতাংশ এসেছে।

ইউটিউবকে বিজ্ঞাপন ব্যবসার হিসাবে ফেসবুকের ছয় ভাগের এক ভাগ বলা হয়। তবুও ইউটউবের বিজ্ঞাপন ব্যবসার পরিসর অনেক বড়। আর বিজ্ঞাপন বাদেও ইউটিউব প্রিমিয়াম সেবার অধীনে ২ কোটিরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে।

২০১৮ সালের তুলনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ১৭ শতাংশ আয় বেড়েছে। মুনাফার দিক থেকে অ্যালফাবেট ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি আয়ের দিক থেকে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ কারণেই হয়তো অ্যালফাবেট প্রথমবারের মতো ইউটিউব ও গুগল ক্লাউড সেবার আয় সম্পর্কে জানাল।

আজকের বাজার/আরিফ