এই প্রথম ৫৮০০ পয়েন্ট ছাড়ালো ডিএসইর সূচক

১০ জুলাই সোমবার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রথমবারের মতো ৫৮০০ পয়েন্ট অতিক্রম করেছে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে এমন ঘটনা এটাই প্রথম। এর মাধ্যমে সূচকটি যাত্রার পর সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮২৭ পয়েন্টে। যাতে সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে এই প্রথম ৫৮০০ পয়েন্ট অতিক্রম করল। এ সূচকটির যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২২ মার্চ বা বিগত প্রায় সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১৭৮টি বা ৫৪.২৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২১টি বা ৩৬.৮৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি বা ৮.৮৪ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এ দিন কোম্পানির ৬৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৩২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে- কনফিডেন্স সিমেন্ট, প্রাইম ব্যাংক, ফু-ওয়াং ফুড, মার্কেন্টাইল ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাপোলো ইস্পাত ও বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭