২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি মঙ্গলবার (৩১ জুলাই) ঘোষণা করা হবে। প্রতিবছর জাতীয় অর্থবছরকে (জুলাই-জুন) দুই ভাগে ভাগ করে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথমার্ধ এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত শেষার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়।
রোববার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানমের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর,২০১৮) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ও মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
আজকের বাজার/এমএইচ