সিরিজের একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১ম ইনিংস এ ৩৪২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন রহমত শাহ। এছাড়া ৯২ রানে আউট হন আজগর আফগান।
৫ উইকেটে ২৭১ রান নিয়ে ২য় দিনে ব্যাট করতে নামে আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকে বাংলাদেশ। সেট ব্যাটসম্যান আজগর আফগানকে ৯২ রানে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম।
শেষের দিকে ব্যাট করতে নেমে আফগান অধিনায়ক রশিদ খান ৫০ রানের এক ঝড়ো ইনিংস উপহার দেন। ব্যক্তিগত ৫১ রানে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন রশিদ খান।
বাংলাদেশের পক্ষে তাইজুল ৪টি এবং সাকিব-নাইম ২টি করে উইকেট দখল করেন। এছাড়া মেহেদী ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১ম ইনিংস এ ব্যাট করতে নেমে ১ম ওভারেই সাদমানের উইকেট হারায় বাংলাদেশ।