প্রথম করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের খেলোয়াড় ও স্টাফরা। এমনটাই নিশ্চিত করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল।
তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকা দলটির আগামীকাল আরও একবার করোনা পরীক্ষা করা হবে। এবং পরীক্ষার ফলাফল উপর ভিত্তি করে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন শুরু করবে লংকানরা।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি আজ বলেন, ‘গতকাল করোনার নমুনা পরীক্ষা দিয়েছিলো সফরকারী শ্রীলংকা দলের খেলোয়াড় এবং স্টাফরা। আজ সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল আরও একবার করোনা পরীক্ষা করা হবে তাদের এবং যদি এবারও সকলের নেগেটিভ আসে, তবে ১৯ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে।’
দেবাশিষ আরও জানান, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামী ২২ মে বাংলাদেশ-শ্রীলংকার সকল সদস্যের করোনা পরীক্ষা করা হবে।
সিরিজ শেষে বাংলাদেশ দলের সদস্যদের করোনা পরীক্ষা করা না হলেও, বাংলাদেশ ছাড়ার আগে আরও একবার করোনা পরীক্ষা করা হবে শ্রীলংকার।
করোনার নেগেটিভ রিপোর্ট নিয়েই ঢাকায় এসেছিলো শ্রীলংকা ক্রিকেট দল।