ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেটের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ব্যাট-বল হাতে ব্যর্থ বাংলাদেশের সাকিব আল হাসান। তার ব্যর্থতার ম্যাচে প্রথম কোয়ালিফাইয়ারে হারলো বার্বাডোজ ট্রাইডেন্টস। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হেরেছে বার্বাডোজ। বল হাতে ৪৬ রানে উইকেটশূন্য ও ব্যাট হাতে ৫ রান করেন সাকিব। প্রথম কোয়ালিফাইয়ার হেরে যাওয়ায় এবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে হবে বার্বাডোজকে। সেখানে তাদের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। বার্বাডোজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা।
লিগ পর্বের শেষদিকে বার্বাডোজে যোগ দেন সাকিব। তিন ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরমেন্স করে বার্বাডোজকে প্লে-অফে উঠতে দারুণ অবদান রাখেন সাকিব। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে উঠে বার্বাডোজ। এখানে প্রতিপক্ষ হিসেবে বার্বাডোজ পায় টেবিলের শীর্ষ দল গায়ানাকে।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। ডান-হাতি ওপেনার ব্রেন্ডন কিং-এর বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে ৩ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে গায়ানা। ১০টি চার ও ১১টি ছক্কায় ৭২ বলে অপরাজিত ১৩২ রান করেন কিং। ৩৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। পরের ফিফটি পেতে ২৪ বল খেলেন কিং। ৬০ বলে সিপিএলে প্রথম সেঞ্চুরির স্বাদ পান তিনি।
কিং-এর পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন দলের অধিনায়ক পাকিস্তানের শোয়েব মালিক। ৩টি ছক্কায় ১৯ বলে অপরাতি ৩২ রান করেন তিনি। ৪ ওভার বল করে কোন উইকেট নিতে পারেননি সাকিব।
২১৯ রানের বড় টার্গেটে খেলতে নেমে জয়ের স্বাদ নিতে পারেনি বার্বাডোজ। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান পর্যন্ত যেতে পারে তারা। দলের পক্ষে কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেনি। ছয় নম্বরে নেমে ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন জনাথন কার্টার। এছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ১৯ বলে ৩৬ ও অধিনায়ক জেসন হোল্ডার ১৫ বলে ২৯ রান করেন। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৯ বলে ৫ রান করেন সাকিব। ম্যাচ সেরা কিং।
আজকের বাজার/লুৎফর রহমান