ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ১২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬১৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।