প্রথম ঘণ্টায় লেনদেন ২৩২ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস ৯ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৭০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজকের বাজার:এলকে/এলকে ৯ নভেম্বর ২০১৭