ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন লেনদেনের প্রথম ঘ্ণ্টায় ডিএসইতে ৯৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০০৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৯৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।