প্রথম ঘন্টায় লেনদেন ১৫২ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ অক্টোবর বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৮২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫২৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭