প্রথম ঘন্টায় লেনদেন ২৩৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৩ নভেম্বর মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৮০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজকের বাজার:এলকে/এলকে ২৩ নভেম্বর ২০১৭