জোহানেসবার্গে প্রথম টি টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতা জমাতে পারেনি সাউথ আফ্রিকা। ফলে ভারত জয় পেয়েছে ২৮ রানে। ২০৪ রানের টার্গেটে ১৭৫ কোরেছে প্রোটিয়ারা।
এক ফিফটিতে ভারতের সংগ্রহ দুশো পেরিয়েছে। সর্বোচ্চ শিখর ধাওয়ানের, ৩৯ বলে করেছেন ৭২ রান। বাকিরা কেউই ত্রিশের কোটা পার করতে পারেননি। তবে ছোট-ছোট অবদানে বড় সংগ্রহ গড়ে নিয়েছে সফরকারীরা।
জবাবে ভুবনেশ্বর কুমারকে সামলাতে পারেনি প্রোটিয়ারা। রেজা হেন্ডরিকস ও ফারহান বেহারদিয়েন চেস্টা করেছেন। তবে বাকিদের সমর্থন মেলেনি। সর্বোচ্চ ৭০ করেন হেন্ডরিকস। ২৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
আরএম/