জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে দুই ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ সিরিজের আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: সিন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও চার্ল মুম্বা। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান