পুঁজিবাজারে লেনদেন শুরু করার প্রথম দিনই দর বেড়েছে বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির দর বেড়েছে ৩২৪ শতাংশ বা ৩২ টাকা ৪০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শেয়ারটির ৪৫ টাকা দরে লেনদেন শুরু হলেও দিনশেষে ৪২ টাকা ৪০ পয়সা লেনদেন শেষ হয়।
কোম্পানিটির মোট ১৫ হাজার ১৭৩ বারে ৮১ লাখ ৯৬ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩৩ কোটি ২২ লাখ টাকা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৭ কোটি।
আরএম/